সাতক্ষীরা প্রেসক্লাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ

ক্রাইমবাতা রিপোট:  সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আজ ০৬-০৩-২০২১ তারিখে বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের জন্য ১৩টি পদের বিপরীতে মোট ৭৯ জন প্রতিদন্দিতা করছে।। সকাল থেকে উভয় গ্রুপের সদস্যরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন। বিকাল ৪টায় ফলাফল ঘোষণা।
   নির্বাচনে   সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি পদে সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি পদে দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের ইয়ারব হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক পদে দৈনিক লোকসমাজের শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক জন্মভুমির শহিদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, সাপ্তাহিক ইচ্ছেনদীর সম্পাদক মুকসুমুল হাকিম, দৈনিক করতোয়ার প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি আব্দুল গফুর সরদার, এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদার ও দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন।
 বাপি-সুজন পরিষদ নির্বাচন কমিটির সদস্য দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দৈনিক যুগের বার্তা সম্পাদক আনম আবু সাঈদ, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দৈনিক সুপ্রভাত সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান ও মাছরাঙা টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল

 

সাতক্ষীরা প্রেসক্লাব নিবাচনে রামকৃষ্ণ-কাসেম নেতৃত্বাধীন প্যানেলে যারা

সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচনে সাংবাদিক ঐক্য পরিষদ  রামকৃষ্ণ-কাসেম নেতৃত্বাধীন প্যানেলে রামকৃষ্ণ চক্রবর্তী (আরটিভি/সম্পাদক সংকল্প) সভাপতি, আব্দুল ওয়াজেদ কচি (দৈনিক ইনকিলাব/সম্পাদক দ্য এডিটরস) সহ-সভাপতি, মো. আবুল কাসেম (ইন্ডিপেন্ডেন্ট টিভি/দৈনিক সংবাদ) সাধারণ সম্পাদক, আব্দুল জলিল (মোহনা টিভি/দৈনিক সমাজের কথা) যুগ্ম সাধারণ সম্পাদক, মো. রবিউল ইসলাম (দৈনিক খবরপত্র) সাংগঠনিক সম্পাদক, মোশাররফ হোসেন (দৈনিক কালের কণ্ঠ) অর্থ সম্পাদক, কৃষ্ণমোহন ব্যানার্জী (চ্যানেল নাইন) সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, মো. ইব্রাহিম খলিল (দৈনিক খোলা কাগজ) দপ্তর সম্পাদক এবং মো. গোলাম সরোয়ার (বণিকবার্তা) নির্বাহী সদস্য, এড. খায়রুল বদিউজ্জামান (দৈনিক প্রবাহ) নির্বাহী সদস্য, মো. আব্দুস সামাদ (দৈনিক বাংলাদেশ নিউজ) নির্বাহী সদস্য, সৈয়দ রফিকুল ইসলাম শাওন (দৈনিক তথ্য) নির্বাহী সদস্য ও ফারুক রহমান (সিটিজেন টাইমস) নির্বাহী সদস্য।

এরআগে রোববার সাংবাদিকদের প্রস্তাবে ‘সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ৮ সদস্যের এই কমিটির আহবায়ক হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী। কমিটির অপর সদস্যরা হলেন-সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, চলমান কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক কল্যাণের সিনিয়র সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না এবং দেশটিভি ও দৈনিক দেশ রুপান্তরের সিনিয়র সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন। আহবায়ক কমিটি যাচাই-বাছাই করে রামকৃষ্ণ-আবুল কাসেম নেতৃত্বাধীন প্যানেল ঘোষণা করেছেন। তারা এই প্যানেলের সাংবাদিকদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন।

 

Check Also

মালয়েশিয়ার পাম তেলে ইইউ’র নিষেধাজ্ঞা বাংলাদেশের শ্রমবাজারে অশনি সংকেত

বন উজাড়, কার্বন নির্গমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।