সাতক্ষীরায় ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন

২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২১ উপলক্ষে দলিত জনগোষ্টির ৮ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টির অধিকার আন্দোলন বিডিইআরএম সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক বিডিইআরএম সাতক্ষীরা জেলা কমিটি ও মিডা সংন্থার নির্বাহী পরিচালকদুলাল চন্দ্র দাশ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগোবন্ধ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মন্টু কুমার দাশ, কার্য নির্বাহী সদস্য বিপিইআর এম সাতক্ষীরা জেলা শাখা। আরও উপস্থিত ছিলেন দলিত জনগোষ্টির নারী ও পুরুষসহ নেদৃবৃন্দ। মানববন্ধটি পরিচালনা করেন এনজিও কর্মী অলোক দাশ।

এসময় বক্তরা বলেন জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, আদমশুমারীতে দলিতদের আলাদা তথ্য সংগ্রহ, সংসদে সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত, জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি, আবাসনের ব্যবস্থা, সরকারি শিক্ষা প্রতিষ্টানে ভর্তি কোটা প্রবর্তনসহ ৮ দফা দাবী দ্রুত বাস্তবায় চান।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।