সাতক্ষীরায় দোকান খোলা রাখার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস সংকমন রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের দিনে সাতক্ষীরায় ও মানববন্ধন করেছে ব্যাবসায়ী ও শ্রমিকরা। গতকাল দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শ্রমিক নেতৃবৃন্দ বলেন প্রথম দফায় লকডাউনে ব্যবসায়ীরা তেমন ভাবে দোকান খুলতে পারেনি। সঠিক ভাবে ব্যবসা করতে না পারায় তারা ঠিকমত বেতন এমনকি বোনাস দিতে পারেনি। সেই সময় আমাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। আমরা পায়নি কোন প্রকার সাহায্য সহযোগিতা পায়নি। বক্তারা আরো বলেন এবার সরকার ৭ দিনের লকডাউন দিয়েছে। আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় তবে সামনে মাহে রমজান, পবিত্র ইদুল ফিতর এখন দোকান বন্ধ থাকে ব্যবসায়ীরা পড়বে ক্ষতির মুখে। আমাদের থাকতে হবে অনাহারে। মালিক ভাল থাকলে শ্রমিক ভাল থাকবে। দ্রুত সাতক্ষীরায় স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলা রাখার দাবি করেন। এসময় কয়েক শত শ্রমিক উপস্থিত ছিলেন।

Check Also

স্বাধীনতার ৫৩ বছরে আজ প্রশ্ন উঠছে গণতন্ত্র কোথায়: মঈন খান

ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য বিরোধী দলের রুদ্ধে এক লাখ মামলা দেওয়া হয়েছে ও তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।