ডিবির হাতে আটক মাদক ব্যবসায়ী অভয়নগরের মাসুম

সব্যসাচী বিশ্বাস,(অভয়নগর) যশোরঃ

খুলনা ডিবির হাতে ধরা পড়েছে অভয়নগরের মাদক ব্যবসায়ী মাসুম।
মাদক ব্যবসায় জড়িত মানুষগুলো ধ্বংস করছে সমাজ। যাকে কেন্দ্র করে সংগঠিত হয় অন্যান্য অপরাধ।

যশোরের অভয়নগরের মাদক ব্যবসায়ী মাসুম খুলনা জেলায় অবস্থানকালে খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম ফুলতলা থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন।

অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা জানতে পেরে ২১/০৫/২০২১ইং তারিখ বিকাল ০৩.৫০
ঘটিকার সময় মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন উত্তর আলকা গ্রামস্থ খুলনা টু যশোর মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স ইউনাইটেড ব্রিকস্ এর সামনে পাঁকা রাস্তার উপর পৌছিয়ে আসামি, মোঃ মাসুম শেখ (৩৫), পিতা- মোঃ আমিনুর রহমান শেখ, মাতা-রিজিয়া বেগম, সাং-গুয়াখেলা (রেলবস্তি), থানা- অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতার করেন।

গ্রেফতার পূর্বক তার নিকট হতে ০১ (এক) টি সাদা স্বচ্ছ এয়ারটাইট পলিপ্যাকে রাখা ২৫ (পঁচিশ) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ২১/০৫/২০২১ ইং তারিখ বিকাল ০৪.১০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামির বিরুদ্ধে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ফুলতলা থানার মামলা নং-১২, তারিখ- ২১/০৫/২০২১ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করেন।

আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে যশোর জেলার অভয়নগর থানার বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনসহ মাদকদ্রব্য আইনে সর্বমোট ০৮ টি মামলা রয়েছে।
এভাবে মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যপক তৎপরতার পরেও থামছেই না এই মাদক ব্যবসা। নষ্ট হচ্ছে সমাজ। জনসাধারণ এই মাদক ব্যবসায়ীর এবং এদের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।