একদিনে ২০১ জনের মৃত্যুতে নতুন রেকর্ড, শনাক্ত ১১১৬২

দেশে একদিনে করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দুই দিন আগের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায়  দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। এর আগে চলতি মাসের ৫ই জুলাই দেশে ১৬৪ জনের মৃত্যু খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ  পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৫৯৩ জনে। নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৭ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬০৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ৩৭ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৮ লাখ ২৯ হাজার ৮৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট শনাক্তের ৪২ দশমিক ৩৯ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৫৮ জন। শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৩২ জন। এই বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক শূন্য ৪ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২৮ দশমিক ৭৮ শতাংশ। মারা গেছে ২৯ জন।

ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৩৯২ জন। শনাক্তের হার ২৮ দশমিক ২২ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ২১ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৮৬ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৮ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ১৮ জন। শনাক্ত হয়েছে ৯৯৭ জন। শনাক্তের  হার ২১ দশমিক শূন্য ৯ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১৪ জন। শনাক্তের সংখ্যা ৫৭১ জন। শনাক্তের হার ৪১ শতাংশ দশমিক ৮০ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৬৬ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯০০ জন। শনাক্তের হার ৩২ দশমিক ৮০ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৭ জন। শনাক্তের সংখ্যা ৬২২ জন। শনাক্তের হার ৩৮ দশমিক শূন্য ৬ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৩৬২ জন। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৪ শতাংশ।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা, ৫জন আহত

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।