সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক শফিউল আজমসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল আজম (৫০)সহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় এনামুল হক (৪০) নামের একজন ব্যবসায়ীও নিহত হয়েছেন। নিহত শফিউল আজম সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা। এনামুল হক (৪০) একই জেলার চরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।

জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় কুষ্টিয়াগামী ওয়ালটন কোম্পানির একটি মালবাহী ট্রাক ঝিনাইদহমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শফিউল আজম নিহত হন। আহত এনামুল হককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।

সাতক্ষীরা সরকারি কলেজের একাধিক শিক্ষক শোক প্রকাশ করে জানান, এনামুল ও শফিউল আজম সকালে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পথে ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকায় ওয়ালটন কোম্পানির দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিউল আজমের মৃত্যু হয়। পরে এনামুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।

 

Please follow and like us:

Check Also

পৃথিবীর যেসব দেশে তাপমাত্রা ৫০ ডিগ্রিরও উপরে

জলবায়ু পরিবর্তনের চরম ভয়াবহতার সাক্ষী হতে যাচ্ছে সারাবিশ্ব। প্রতিদিনই একটু একটু করে বৈরি হচ্ছে আবহাওয়া, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।