রূপসায় হামলার প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন

ইউনিয়ন প্রতিনিধি (অভয়নগর) যশোর :

যশোর জেলার অভয়নগর উপজেলায় ১৯ আগষ্ট ২০২১ বৃহস্পতিবার বিকেল ৫টায় যশোরের সনাতন ধর্মাবলম্বী অধ্যূষিত ৯৬ খান এলাকায় অভয়নগর উপজেলার সুন্দলী বাজার চৌরাস্তা মোড়ে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে প্রায় অর্ধ-শতাধিক হিন্দু পরিবারের উপর হামলা, দোকান পাট, প্রতিমা ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনার প্রতিবাদে মানব-বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

হিন্দু কল্যান সংহতি সুন্দলী শাখা, রাধাগোবিন্দ নাট্য গোষ্ঠি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু কল্যান সংঘটি সুন্দলী শাখার সভাপতি বিকাশ বিশ্বাস। সোনার বাংলা সমাজ কল্যান সংস্থার সভাপতি সমীরণ সরকারের সার্বিক পরিচারনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, বাংলাদেশ হিন্দু কল্যাণ সংঘতি সুন্দলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শংকর মন্ডল, সাংগঠনিক সম্পাদক সমর কান্তি বিশ্বাস, সহ সভাপতি দেবব্রত বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, রাধাগোবিন্দ নাট্য গোষ্ঠির পরিচালক অধ্যাপক তিমির বরণ সরকার, অভয়নগর উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক প্রতাপ রায়, সদস্য প্রদীপ বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রজিৎ বিশ্বাস বুলেট, আ’লীগ নেতা দেবদত্ত মল্লিক প্রমূখ।

এ মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এহেন ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও পরবর্তীতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এই আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।