আমার বাংলাদেশ – বিলাল মাহিনী

মেঘ-রোদ্রের লুকোচুরির ভিড়ে
সুপারি গাছের সারি বেয়ে-
সূর্য নামে তীরে।
ভাটি নায়ের মাঝির বাঁশির সুরে,
উদাসী মনে সান্ধ্য ছায়া দেখি ফিরে ফিরে।

নদীর বুকে মায়াবী হাসি জলের ধারা তোলে,
চাঁদের মতো ভাতের থালা-
উপচে পড়ে ঝোলে।
শ্রাবণ রাতে মাঠ ভরেছে শাপলা শালুক ফুলে
মাচায় দারুণ ঝুলছে দেখি বরবটি-ধুন্দলে।

বিরাণ ভিটে ভরে উঠে জোনাকীর আলোতে,
চাঁদের আলো ঝাঁপসা নামে-
মেঘের ভেলাতে।
অশত্থের ডালে ডাকছে বক বৃষ্টি ভেজা স্বরে,
তালের বড়া করে মায়ে ডাকছে রান্না ঘরে।

আমার মায়ের শ্যামলা বদন অপরূপ সুন্দর
শিশুর মুখে বেজায় ভারি-
ছড়া-গান মন্থর।
বাংলার রূপ, গন্ধ-ঘাস, নক্ষত্র ভরা আকাশ
প্রকৃতি প্রেমী খুঁজে ফিরে লাল-সবুজ বারোমাস।

কৈ-শিং মাছ উঠতো হেঁটে জলের ধরা বেয়ে
রাতের সাঁঝে রাঁধতো মায়ে-
পুঁইশাক পুঁটি দিয়ে।
কাঁদামাটি মেখে খেলেছি বল, সাঁতরে গেছি নদী
বিজয়ী বেশে ফিরেছি গায়ে দেখতে চেয়ে যদি।

সোনা আছে মাঠে, কৃষকের হাতে-
সবুজ শ্যামল মিশে
এসো এসো ভাই, দেখবে তারে-
আমার বাংলাদেশে।

Please follow and like us:

Check Also

বেড়িবাঁধ কেটে নোনাপানি ঢুকিয়ে ঘের ব্যবসা

সুন্দরবন–সংলগ্ন খুলনার কয়রা উপজেলায় যত্রতত্র বেড়িবাঁধ কেটে ও ছিদ্র করে পাইপ দিয়ে নোনাপানি উঠিয়ে চলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।