ওপেন হার্ট সার্জারি শেষে কলারোয়ায় ফিরেছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু

নিজস্ব প্রতিনিধি: হার্টের বাইপাস সার্জারি তথা ওপেন হার্ট সার্জারি শেষে কলারোয়ায় ফিরেছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে কলারোয়া পৌঁছান তিনি। সাতক্ষীরার প্রবেশদ্বার বাগুরি-বেলতলায় শতশত কর্মী সমর্থক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রা তাকে বরণ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।
পরে উপজেলা পরিষদ চত্বরেও বিপুল সংখ্যক সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হন উপজেলা চেয়ারম্যান লাল্টু।
এছাড়া তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘দলমত নির্বিশেষে সকলের দোয়ায় মহান আল্লাহ্ তায়ালা আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। কলারোয়ার মানুষ যেন নিরাপদ ও শান্তিতে থাকতে পারে সেজন্য সচেষ্ট ছিলাম, থাকবো। গুটিকয়েক কুচক্রী ব্যক্তি কলারোয়াকে অশান্তি করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের সেই বাসনা পূরণ করতে দেয়া হবে না। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবো।’
যুবলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি, লাঙলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর শফিউল আলম শফি ও কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন।
সেসময় নানান শ্রেণীপেশার মানুষ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে মহান আল্লাহ্’র প্রতি শুকরিয়া জানিয়ে ও আমিনুল ইসলাম লাল্টুর পরিপূর্ণ সুস্থতা-দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।
উল্লেখ্য, সম্প্রতি কলারোয়ায় অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরায় চিকিৎসকদের পরামর্শে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। সেখানে গত ১৩ আগস্ট পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়লে বাইপাস সার্জারি তথা ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত হয়। গত ২২ আগস্ট ইউনাইটেড হাসপাতালে প্রধান কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার বাইপাস সার্জারি সম্পন্ন করেন। গত ৩১ আগস্ট তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর কিছুটা সুস্থ হয়ে ৫ সেপ্টেম্বর তিনি কলারোয়া ফিরলেন।
Please follow and like us:

Check Also

ধুলিহরে মোটরসাইকেলের ধাক্কায় ১ শিশু নিহত  

জাহিদুল বাসার (জাহিদ) ব্রহ্মরাজপুর রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় ২২ এপ্রিল সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।