বৃষ্টির ফোটা পড়লেই বিদ্যালয়ের বেহাল দশা

এস, এম বাবলুর রহমান (বিছালী নড়াইল সদর) প্রতিনিধিঃ

 

এটি কোনো হাওড়, বাওড় খাল,বিল, পুকুর কিংবা জলাশয় নয়। এটি যশোর জেলার অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ০২ নং ওয়ার্ডের নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ।

এই মাঠের উত্তর পাশে রয়েছে, নওয়াপাড়া মডেল সরকারি প্রাখমিক বিদ্যালয়, পুর্বো পাশে প্রাথমিক রিসোর্স সেন্টার এবং পশ্চিম পাশে নওয়াপাড়া বায়তুর রহমান জামে মসজিদ। অথচ এই মাঠটি কাঁদা পানিতে আবদ্ধ। একটু বৃষ্টি ফোটা পড়লে মাঠটি মনে হয় এটি কোন পচা দুর্গন্ধ নর্দমা। পানি নিষ্কাশনের কোনো সুব্যাবস্হা নেই। বৃষ্টি হলেই স্কুলের বারান্দায় পানি জমে যায়। একেতো করোনার প্রাদুরভাব তারপর ও স্কুলের মাঠের এই করুন দশা
কিভাবে শিক্ষাথীরা ক্লাস করবে।

সরকারি বিধি মোতাবেক স্কুল পরিচালনা হলেও মাঠের এই দুরবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষাথী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজিজুর রহমান স্যার বলেন, “খুব শিঘ্রই মাঠের পরিবেশ ঠিক হওয়া একান্ত প্রয়োজন”।

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, ওহিদুল ইসলাম লিপন বলেন, মাঠের পঁচা পানিতে দুর্গন্ধ, মশার উপদ্রব, ও পোকামাকড় থাকায় বাচ্চাদের জীবন ঝুঁকিপুর্ন।

দশম শ্রেনীর শিক্ষার্থী রাজিয়া সুলতানা বলেন, স্কুলের মাঠের পরিবেশ দেখে মনে হয় এটা আমাদের বিদ্যালয়ের সুইমিংপুল।

পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী আদরি খাতুন বলেন, ক্লাসে বসে মাঝে মধ্যে মাঠের পানিতে মাছ ধরা যায়।

এমতাবস্থায় বিদ্যালয়ের মাঠটি পানি নিষ্কাশন ও সংস্করণ একান্ত প্রয়োজন। তাহলে বাঁচবে চার চারটি প্রতিষ্টান সহ কোমল মতি ছাএ ছাএী।

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।