সাতক্ষীরায় আদালতে সৌহার্দ্য করিডোরের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জজ আদালত হতে চীফ জুডিশিয়াল আদালতে চলাচলের জন্য নির্মিত সৌহার্দ্য করিডোর গেইটের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান ফিতা কেটে সৌহার্দ্য করিডোর গেটের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক আবু হায়াত মো: শাফিউল আজম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ার উল্লাহ সবুজ প্রমুখ। এসময় সাতক্ষীরা সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের আন্তরিকতার কারনেই গেইটটি দ্রুত নির্মাণ করা সম্ভব হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগই শুধু কমবে না, বিচারবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবীদেরও দুর্ভোগ কমবে। উল্লেখ্য: চীফজুডিশিয়াল আদালত নির্মিত হওয়ার পর অনেক রাস্তা ঘুরে বিচার প্রার্থী এবং আইনজীবীদের জেলা জজ আদালত থেকে চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যাতায়াত করতে হতো। ফলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হত সকলকেই। এনিয়ে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচিসহ ব্যাপক আন্দোলন করেছেন। কিন্তু কোনভাবেই ডিসি অফিসের সামনে দিয়ে রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। পরবর্তীতে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রাজজ শেখ মফিজুর রহমান সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন এবং করিডোর রাস্তা নির্মানের ব্যবস্থা করেন। এছাড়া করিডোরটিতে একটি দৃষ্টিনন্দন গেইট নির্মাণ করা হয়েছে,যার নামকরণ করা হয়েছে সৌহার্দ্য করিডোর।

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।