৫ দিনের ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর

সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমাদানী-রপ্তানী কার্যক্রম। এ উপলক্ষ্যে মঙ্গলবার ১২ অক্টোবর থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে, এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর রবিবার থেকে আবারও শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানীকার্যক্রম। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ১২ অক্টোবর থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে আমাদের একটি পত্রের মাধ্যমে জানিয়েছেন ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সে দেশের সিএন্ডএফ অ্যাসোসিয়েশন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে কার্যত ভোমরা বন্দরেরও আমাদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া আগামী ১৬ অক্টোবর শনিবার ভোমরা স্থলবন্দর কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচনের কারনে সে দিনও বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি আরো জানান। তবে, আগামী ১৭ অক্টোবর রবিবার থেকে যথারীতি আমাদানি-রপ্তানীকার্যক্রম শুরু হবে। ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।