সাতক্ষীরায় ৫৮১ টি পূজা মন্ডপে ৯৫৬ জন আনসার সদস্য আইনশৃঙ্খলায় নিয়োজিত

সাতক্ষীরা প্রতিনিধী : সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দূর্গা পূজা উপলক্ষে ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলায় মোট পূজা মন্ডব ৫৮১টি। প্রতি বছরের ন্যয় এবারো আনসার ভিডিপি সদস্যরা পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে ভ্রাম্যমান ভাবে। প্রতিবছর স্থায়ীভাবে পূজা মন্ডপে ১০-১২ জন আনসার সদস্য আইনশৃঙ্খলনা রক্ষাকারী দায়িত্ব পালন করলেও এবার সেটির পরিবর্তন এনেছে। আনসার ভিডিপি সাতক্ষীরা জেলা কমানটেনডেন্ট মোরশেদা খানম এ প্রতিবেদককে জানান, প্রতি বছরের ন্যয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পূজা মন্ডপে আইনশৃঙ্খলনা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকেন। এবার তার একটি ব্যতিক্রম হিসাবে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। উক্ত বিষয়ে ৫৮টি মোবাইল টিম যাতে ১২জন করে সদস্য, ১৯টি কুইক রেসপন্স টিম, ৭টি স্পেশাল কুইক রেসপন্স টিম হিসাবে টহালরত দায়িত্ব পালন করবেন। উক্ত দায়িত্বে মোট সদস্য আছেন ৯৫৬ জন। সাতক্ষীরার ৭টি উপজেলায় তারা আলাদাভাবে দায়িত্ব পালন করবেন। উক্ত টিমগুলো ১২ঘন্টা চক্রহারে ২৪ ঘন্টা দায়িত্বরত থাকবে। তিনি আরো বলেন, এবারের পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় কোন রকম অসুবিধা হবে না। হিন্দু ধর্মালম্বী মানুষের নির্বিঘেœ উৎসব পালন করতে পারে সেজন্য আনসার সদস্যরা তাদের বলিষ্ট ভূমিকা পালন করে থাকে। এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার আনসার ভিডিপি অফিসার মোঃ ওবাইদুর রহমান বলেন, আনসার ভিডিপি গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী একটি চৌকুস বাহিনী, যে বাহিনী দেশের সার্বভৌম্বত্ব রক্ষাত্বে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরার শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

 সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ১০নং সোরা এলাকার সাইফুলের মৎস্য ঘের সংলগ্ন কালভার্টের উপর থেকে অজ্ঞাতনামা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।