ভোটার আইডি কার্ড নকল করে নৌকার মাঝি হলেন বাঁশদহা ইউপি চেয়ারম্যান প্রার্থী মফিজুল!

আসন্ন সাতক্ষীরা ইউপি নির্বাচনে ভোটার আইডি কার্ড নকল করার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। ওই কার্ড ব্যবহার করে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নও নিয়েছেন। ওই প্রার্থী সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের পাঁচরখি গ্রামের মফজুলার রহমানের পুত্র মফিজুর রহমান। বাঁশদহা ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, মফিজুর রহমান ছাত্রজীবনে ঝিনাইদহে পড়াশোনা করতেন। পড়াশোনা করাকালিন সময়ে তিনি সেখানের ভোটার হন। পড়াশোনা শেষে সাতক্ষীরায় ফিরে আসলেও নিজ এলাকায় ভোটার হননি। অথচ ভোটার আইডি কার্ড নকল করে তিনি নৌকা প্রতীকের জন্য আবেদন করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবিষয়ে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, মফিজুল ইসলামের বাড়ি বাঁশদহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঁচরখি গ্রামে। ওই গ্রামের মোট ভোটার ১৩৪৪জন। এদের মধ্যে ৬৭৭ জন পুরুষ ভোটার। কিন্তু ৬৭৭ জনের মধ্যে তার নাম নেই। এবিষয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমিও বিষয়টি শুনেছি। প্রার্থী যে ইউনিয়নের ভোটে অংশগ্রহণ করবেন সেখানকার ভোটার না হলে তিনি কোন ভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তফশীল ঘোষণা হওয়ার পর কোন ভাবেই আর ভোটার তালিকা পরিবর্তনের সুযোগ নেই। তবে নির্বাচন কমিশনে আবেদন করার পর যদি নির্বাচন কমিশন অনুমোদন দেন তাহলে পারবেন। আমি শুনেছি, তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন অনুমোদন গ্রহণের জন্য।এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছি।

Please follow and like us:

Check Also

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ

রাকিবুল ইসলাম, আলিপুর,২৩শে এপ্রিল ২০২৪:সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।