সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা

মাহফিজুল ইসলাম আককাজ:সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর)  বেলা ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বানের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী’র সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের স্বার্থে নৌকা প্রতিকের জয়লাভের জন্য যারা দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অতিদ্রুত প্রার্থীতা প্রত্যাহার করতে হবে। দলের স্বার্থে ও দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারও সাথে পক্ষ পাতিত্য না করে দলের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। আচরণ ও ব্যবহার ভাল করতে। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে ভালবাসা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জয়লাভ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দলীয় নৌকার প্রার্থীরা জয়লাভ না করলে জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও অঙ্গিকার গ্রাম হবে শহর কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে। জয় আমাদের হবেই ইনশাল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, মো.কামরুল ইসলাম, মো. আসাদুজ্জামান আসলে, অধ্যক্ষ ফজলুর রহমান, ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, অধ্যক্ষ মিজানুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কওছার আলি, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজউল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি,  ভোমরা আওয়ামীলীগের সভাপতি গাজী, আবুল গফুর, আলিপুর আওয়ামীলীগের সভাপতি মো. মসিউর রহমান (ময়ুর ডাক্তার) ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মঈনুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিন প্রমুখ। বর্ধিত সভার আলোচনা সভার শুরুতে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে আলোচ্য সুচির মধ্যে ছিল বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক এবং দলীয় চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।