সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাসে বিশ্ব হাত ধোয়া দিবস উৎযাপন

সাতক্ষীরায় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উৎযাপিত হয়েছে। বুধবার হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি-আশা), প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও উত্তরণ’র যৌথ সহযোগিতায় দ্যা পোল স্টার পৌর হাই স্কুলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার জেলা ব্যবস্থাপক আশরাফুল। ”নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি সুস্থ সবল বাংলাদেশ গড়ি” ও ’’আমাদের হাতেই আমাদের ভবিষ্যৎ এগিয়ে যাব সকলেই একসাথে” প্রতিপাদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথির ছিলেন প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান, অনিমা মন্ডল, বস্তি উন্নয়ন কর্মকর্তা ও ফোকাল পার্সন জিয়াউর রহমান। দ্যা পোল স্টার পৌর হাই স্কুলের প্রধান শিক্ষক অনামি কৃষ্ণ মন্ডল, প্রাইমারী সেকশনের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রাকটিক্যাল এ্যাকশন প্রতিনিধি শেখ সুজা উদ্দিন, উত্তরণ প্রতিনিধি এ্যাডঃ মনিরুজ্জামান, মাইটিভির জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু, সাংবাদিক এম. বেলাল হোসেন, জেসমিন আরা ও মারিয়া সুলতানাসহ কমিউিনিটি প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা মানুষের মাঝে উন্নত স্যানিটেশন ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর জোড়ালো বক্তব্য রাখেন। পৌরসভার নেতৃত্বে নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় ওয়াশ এসডিজি এর আওতায় হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি-আশা), প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও উত্তরণ যৌথ সহযোগিতায় পানি, স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জন কার্যক্রম শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের মাধ্যমে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজের পিছিয়ে পড়া জন গোষ্ঠির অংশগ্রহণ, চাহিদা সৃষ্টি ও সেবা প্রদান, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই ও সবার জন্য ওয়াস সেবার মান নিশ্চিত করার জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রকল্পের পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবসের মাধ্যমে মানুষের মাঝে উন্নত স্যানিটেশন ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় ওয়াস এসডিজি প্রকল্পের পক্ষ থেকে হাত ধোয়ার প্রদর্শণী, কুইজ, নাটিকা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Check Also

সাতক্ষীরায় গবেষণা তথ্য প্রকাশ: ‘নবায়নযোগ্য জ্বালানি’র সাথে পরিচিত নয় নগরের ৯৪শতাংশ দরিদ্র মানুষ

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ ‘নবায়নযোগ্য জ্বালানি’ শব্দের সাথে পরিচিত নয়। এসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।