মেয়ে জাতীয় পার্টির প্রার্থী মা স্বতন্ত্র, আ.লীগে শ্যামলী

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন মা ও মেয়েসহ তিন নারী। মেয়ে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন। মা স্বতন্ত্র প্রার্থী। আর আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্যামলী রানী অধিকারী।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তারা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। আগামী ২৮ নভেম্বর এ নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। সেদিন ভোটাররা তাদের প্রতিনিধি বেছে নেবেন।

২০১৮ সালের ৮ সেপ্টেম্বর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন। সেখানে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হন তার পত্নী আকলিমা খাতুন লাকি। বর্তমানে তিনিই চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন সংরক্ষিত নারী সদস্য শ্যামলী রানী অধিকারী। তিনি বলেন, আমি চাই প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। নিজ এলাকার  বহুমুখী উন্নয়ন করতে চাই। বিশেষ করে নারীর স্বাস্থ্য সুরক্ষা ক্ষমতায়ন ও শিশুদের লেখাপড়া ও তাদের পুষ্টি উন্নয়নে আমি জোরালো ভূমিকা রাখতে চাই।

এ ইউনিয়নে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সন্ত্রাসীদের হাতে নিহত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মেয়ে সাফিয়া পারভিন। তিনি বলেন, আমি নির্বাচনে জয়লাভ করতে পারলে আমার প্রয়াত বাবার স্বপ্ন পূরণে উদ্যোগী হব। একই সঙ্গে কৃষ্ণনগর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান এবং নারী ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করে যাব। আমি সরকারকে আমার কাজের মাধ্যমে সব ধরনের সহায়তা দিতে চাই।

এদিকে বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি। তিনিও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী হিসেবে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে কৃষ্ণনগর ইউনিয়নের উন্নয়ন কাজ করে যাচ্ছেন। এবারো নির্বাচিত হলে তিনি তার উন্নয়ন কাজের ধারা অব্যাহত রাখবেন বলে জানান।

কৃষ্ণনগর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা প্রায় ২৬ হাজার। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন নারী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ছয়জন। এরা হলেন- রওশন আলী কাগজী, আব্দুর রহমান, নজরুল ইসলাম, জিএম রবিউল্লাহ বাহার, শাজাহান কবির ও আহসানুর রহমান।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।