সাতক্ষীরা সদররে জামাতের ২ সহ ১৩ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

সাতক্ষীরার সদররে ১৩টি ইউনিয়নের নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন-
কুশখালীতে মুহাম্মদ আব্দুল গফফার জামাত (টেলিফোন।

লাবসায় মোহাম্মদ আব্দুল আলিম (আনারস।

বল্লী ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য মো: মহিতুল ইসলাম (আনারস)।

আগরদাড়িতে মিলন কবির জামাত টেবিল ফ্যান

ঝাউডাঙ্গায় আওয়ামী লীগের সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো: আজমল উদ্দীন (নৌকা)।

ঘোনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো: আব্দুল কাদের (মোটর সাইকেল)।

বৈকারীতে ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী হিসেবে আবু মো: মোস্তফা কামাল (মটর সাইকেল)।

ভোমরায় বর্তমান চেয়ারম্যান ইসরাইল গাজী (মোটর সাইকেল)।

শিবপুরে এসএম আবুল কালাম আজাদ (আনারস)।

ফিংড়িতে মো: লুৎফর রহমান (আনারস)।

ধুলিহরে মো: মিজানুর রহমান চৌধুরী (আনারস)।

ব্রহ্মরাজপুরে মো: আলাউদ্দীন (নৌকা)।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৩টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ১২৬টি। ভোট কক্ষের সংখ্যা ৭১৯টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ২২৪ জন এবং নারী ভোটার এক লাখ ৩২ হাজার ৪২৯ জন। সদর উপজেলায় ১৩ ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৬৬ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সাতক্ষীরা সদর উপজেলার ১৩ ইউপিতে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন-বৈকারী বিজয়ী হলেন জেলা তরুন লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মটরসাইকের প্রতীকের ৭৭৭৮ ভোট, নিকটতম আছাদুজ্জামান অছলে নৌকা প্রতীকে ৮২২ ভোট পেয়েছেন। বাশদহা মাষ্টার মফিজুর রহমান নৌকা প্রতীকে ৫১৩১ ভোট, তার নিকটতম নাজমুল হাসান মটর সাইকেল প্রতীকে ৩৩৭০ ভোট পেয়েছেন। কুশখালী মাওলানা আব্দুল গফফার টেবিল ফ্যান প্রতীকে ৪৩৭৫ ভোট, তার নিকটতম গোলাম মোস্তফা অটোরিক্সা প্রতীকে ২৫০৮ ভোট পেয়েছেন। ঘোনায় আব্দুল কাদের মটর সাইকেল প্রতীকে ৪৫৯৯ ভোট তার নিকটতম ফজলুর রহমান মোশা নৌকা প্রতীকে ২৬৫০ ভোট পেয়েছেন। আগরদাড়ী কবির হোসেন মিলন টেবিল ফ্যান প্রতীকে ৭৫৫০ ভোট, তার নিকটতম মইনুল ইসলাম নৌকা প্রতীকে ৩৮৮০ ভোট পেয়েছেন। ঝাউডাঙ্গায় আজমল হোসেন নৌকা প্রতীকে ১০৬১৬ ভোট, তার নিকটতম রফিকুল ইসলাম মটর সাইকেল প্রতীকে ৮৪৫৯ ভোট পেয়েছেন। ভোমরায় ইসরাইল গাজী মটর সাইকেল প্রতীকে ৬৫৭১ ভোট, তার নিকটতম বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম নৌকা প্রতীকে ৪৭০৮ ভোট পেয়েছেন। শিবপুর সাংবাদিক এসএম আবুল কালাম আজাদ আনারস প্রতীকে ৭৪৩৪ ভোট, তার নিকটতম শওকত হোসেন নৌকা প্রতীকে ৩৮১৭ ভোট পেয়েছেন। লাবসায় আব্দুল আলিম আনারস প্রতীকে ১৬৩৮৭ ভোট, তার নিকটতম নজরুল ইসলাম নৌকা প্রতীকেক ৩৩৭৫ ভোট পেয়েছেন। বল­ী ইউনিয়নে এড. মহিতুর রহমান আনারস প্রতীকে ৪৫৫৪ ভোট, তার নিকটতম শেখ হাবিবুর রহমান চশমা প্রতীকে ৪০১১ ভোট পেয়েছেন। ধুলিহরে বিজয়ী হয়েছেন মিজান চৌধুরী আনারস প্রতীকে ৮২৫৮ ভোট, তার নিকটতম মিজানুর রহমান বাবু নৌকা প্রতীকে ৭০৯৩ ভোট পেয়েছেন। ফিংড়ী লুৎফর রহমান স্বতন্ত্র আনারস প্রতীকে ১০১৩৭ ভোট, তার নিকটতম আজাদুল ইসলাম চশমা প্রতীকে ৫৩১৯ ভোট, ব্রহ্মরাজপুর আলাউদ্দীন নৌকা প্রতীকে ৭২৩৫ ভোট, তার নিকটতম বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম আনারস প্রতীকে ৩৮৫৪ ভোট পেয়েছেন।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।