নির্মানের ২ বছর পর আশাশুনির মানিকখালী সেতু উদ্বোধন করেন ওবায়দুল কাদের

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর উপর মানিকখালী সেতুর ভার্চুয়াল পদ্ধতিতে শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। রবিবার সকাল ১১ টায় তিনি এ সেতুর উদ্বোধন করেন।

আশাশুনি উপজেলা বাসির দাবির পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সফরে এসে খোলপেটুয়া নদীর উপর মানিকখালী সেতু নির্মাণের ঘোষণা দেন। ২৫/৫/১৭ তারিখে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় এবং ২৫/৫/১৯ তারিখে সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়।

এই সেতু নির্মাণের ফলে আশাশুনি উপজেলার সাথে খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার যোগাযোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। উদ্বোধন শেষে আশাশুনি মানিকখালি সেতু প্রান্তে ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

এ সময় তিনি বলেন আশাশুনি বাসির প্রাণের দাবি প্রধানমন্ত্রীর ঘোষণা মানিকখালী সেতু নির্মাণের মধ্য দিয়ে আজ বাস্তবায়িত হলো। প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের যাতায়াতের জন্য সেতু নির্মাণের মানুষের যাতায়াত ও পরিবহন ব্যবস্থার সুবিধা হয়েছে।

এই সেতুতে ভবিষ্যতে যাতে টোল আদায়ে মুক্ত থাকে তার জন্য তিনি প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স.ম. সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদিস সানা আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।