এবার দুয়ারে হাঁসের পালক-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ফের ক্ষমতার মসনদে বসার পর থেকেই শিল্পায়নের উপর বিশেষ জোর দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশ্ব বাণিজ্য সম্মেলন, বিদেশ থেকে পুঁজি আনার ব্যাপারেও চেষ্টা চালাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠকেও সেই কর্মসংস্থান ও শিল্পায়নের ক্ষেত্রেই সেই নির্দেশনা দিলেন তিনি। এদিন নানা ধরনের অভিনব সব শিল্পোদ্যোগের সন্ধান দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা জানিয়েছেন, এবার দুয়ারে হাঁসের পালক।

আসলে উলুবেড়িয়ায় শাটলকক তৈরির ক্লাস্টার রয়েছে। এই শিল্পের অন্যতম প্রধান উপাদান হাঁসের পালক। সেই হাঁসের পালকের সহজ যোগানের কথা উল্লেখ করেন তিনি।

সেই সমস্ত শিল্প উদ্যোগকে আরও প্রসারিত করার জন্য তিনি দুয়ারে হাঁসের পালকের কথা উল্লেখ করেন। এতদিন যে পালক মূলত চীন ও অন্যান্য জায়গা থেকে আমদানি করতে হয়। সেই পালকেরই যোগান দেবে বাংলার গ্রাম।

মমতা বলেন, ‘তোমরা তো এখন হাঁসের পোলট্রি করছ। এখন তো গ্রামেগঞ্জে হাঁস আছে। সেল্ফ হেল্প গ্রুপকে হাঁসের পালকটা সংগ্রহ করতে বল। এবার দুয়ারে হাঁসের পালক।’

একই সঙ্গেই ফিসিং হাব থেকে ডেইরি শিল্পের উন্নতির উপর জোর দেন মুখ্য়মন্ত্রী। নয়াচরে নতুন ফিসিং হাব তৈরির কথা জানিয়েছেন তিনি। মৎস্যজীবীদের জন্য আলাদা ক্রেডিট কার্ড তৈরির কথা জানিয়েছেন মমতা।

এ সময় মমতা বলেন, কৃষকরা আলাদা। মৎস্যজীবীরা আলাদা। তাদের জন্য আলাদা ক্রেডিট কার্ড হোক। নভেম্বরের পর থেকে বাংলা ডেইরি চালুর কথা জানিয়েছেন তিনি।

ঘি, দুধ পনির সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি হবে এই প্রকল্পের মাধ্যমে। জেলায় জেলায় যারা বাংলা ডেইরির ডিলারশিপ নেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার কথাও জানিয়েছেন মমতা ব্যানার্জি।

Please follow and like us:

Check Also

বেইজিং ঘনিষ্ট মুইজ্জুর জয়: ভারত থেকে আরও দূরে সরবে মালদ্বীপ

মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।