সাতক্ষীরা ডি.বি হাইস্কুলে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা ডি বি ইউনাইটেড হাইস্কুলের উর্দ্ধমুখী সম্প্রসারণকৃত ৪তলা নব-নির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ডি বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মহান বিজয়ের মাসের প্রথম দিনে সকলকে বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“এ বিজয়ের মাসের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি শেষ হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমার সদর নির্বাচনী এলাকায় কোন মাটির রাস্তা থাকবেনা। রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, শতভাগ বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের ছোয়া লেগেছে। সাতক্ষীরার বিনেরপোতা হতে আশাশুনি সড়কে কানেন্টিং রোড তৈরী হবে ইনশাল্লাহ। সাতক্ষীরা ডি বি ইউনাইটেড হাইস্কুলের উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি। সকল উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ডি বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন প্রমুখ। ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) আওতায় বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (৭০১৬)-২য়,৩য় ও ৪র্থ তলার উর্দ্ধমূখী সম্প্রসারণকৃত ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়। এসময় সাতক্ষীরা ডি বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডি বি ইউনাইটেড হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মহাসীন উদ্দিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা ডি বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

Check Also

মালয়েশিয়ার পাম তেলে ইইউ’র নিষেধাজ্ঞা বাংলাদেশের শ্রমবাজারে অশনি সংকেত

বন উজাড়, কার্বন নির্গমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।