মুখে মাস্ক না দেওয়ায় সাত ব্যবসায়ীকে জরিমানা

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে সাত ব্যবসায়ীকে ১৩০০ টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফকিরহাট উপজেলা মোড় ও ফকিরহাট বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম।

এসময় নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম সকলকে স্বাস্থ্য বিধি মেনে বাজার পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক না থাকলে ক্রয়-বিক্রয় করা যাবেনা। করোনা প্রতিরোধে সরকারের বিধিনিষেধ মানাতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে পথচারী ও চালকদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাতক্ষীরার তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।