দেবহাটায় মুনসুর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

দেবহাটা প্রতিনিধি,: দক্ষিণ বঙ্গের বর্ষিয়ান রাজনীতিবীদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মুনসুর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়ায় প্রয়াত জননেতা মুনসুর আহমেদের মাজার জিয়ারত এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বর্ষিয়ান এ রাজনীতিবীদের রাজনৈতিক জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। এসময় গভীর শোক ও শ্রদ্ধাভরে জননেতা মুনসুর আহমেদকে স্মরণ করেন দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেনী-পেশার মানুষ। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পদিক শেখ এজাজ আহমেদ স্বপন, সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি শওকাত হোসেন, সখিপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, জেলা শ্রমিক লীগের সদ্য অনুমোদিত কমিটির আহ্বায়ক আব্দুল্যাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, কৃষক লীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ মুলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে-৫: ভাইস চেয়ারম্যান-২ : মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র জ

আগামী ২১ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনী তফশীল ঘোষনা করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।