ইউক্রেনকে কেন সুইডেন-অস্ট্রিয়ার মতো বানাতে চায় রাশিয়া?

আলোচনার মাধ্যমেই এখন যুদ্ধ থামানোর ক্ষেত্রে নজর দিচ্ছে রাশিয়া ও ইউক্রেন।

রাশিয়া ইউক্রেনে বেশ কয়েকটি দাবি নিয়ে হামলা করে। এরমধ্যে তাদের অন্যতম দাবি হলো ইউক্রেনকে সামরিকভাবে নিরপেক্ষ থাকতে হবে। তারা ন্যাটো বা অন্য কোনো জোটে যোগ দিতে পারবে না।

এবার জানা গেল ইউক্রেনকে সামরিকক্ষেত্রে সুইডেন ও অস্ট্রিয়ার মতো বানাতে চায় রাশিয়া।

সামরিকক্ষেত্রে এ দুটি দেশ কেমন?

জানা গেছে সুইডেন ও অস্ট্রিয়া সামরিকক্ষেত্রে নিরপেক্ষ। তাদের নিজস্ব সেনাবাহিনী আছে। কিন্তু তারা তাদের মাটিতে অন্য কোনো দেশের সামরিক ঘাঁটি স্থাপন করতে দেয় না ও বিদেশী সৈন্যদের অবস্থান করতে দেয় না।

ইউক্রেনকে রাশিয়া প্রথমে পুরোপুরি অস্ত্রহীন করে দেওয়ার দাবি জানিয়েছিল। তবে এখন তারা এক্ষেত্রে কিছুটা ছাড় দিতে পারে।

সেই ছাড়টিই হলো ইউক্রেনকে সামরিকক্ষেত্রে অস্ট্রিয়া ও সুইডেনের মতো বানানো। এ বিষয়টি নিয়ে এখন আলোচনা চলছে।

এ ব্যাপারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, এ বিষয়টি নিয়ে এখন আলোচনা চলছে, আর এটিই হতে পারে আপস।

এদিকে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, সামরিকক্ষেত্রে ইউক্রেনের নিরপেক্ষ থাকার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ফলে যে কোনো সময় তারা সমঝোতায় পৌঁছতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Check Also

উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব: পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।