সাতক্ষীরায় নাশকতার চেষ্টাকালে ডিবি পুলিশের অভিযানে আটক-২,৩০ জনের বিরুদ্ধে মামলা

রাষ্ট্রবিরোধী কার্যক্রম নাশকতার চেষ্টাকালে দুই যুবক কে আটক করেছে সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ।গতকাল বৃহম্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের চালতেতলা মোড় থেকে তাদের কে আটককরে ডিবি পুলিশ।আটককৃত দের নাম আসাদুর রহমান ও রফিকুল ইসলাম।তাদের দুইজনেরই বাড়ি শহরের চালতেতলা বাগানবাড়ি।

ডিবি পুলিশ জানায়,প্রতিদিনের পুলিশের রুটিন ওয়ার্ক অনুযায়ী সাতক্ষীরা শহরের ডে নাইট মোড়ে টহল দিচ্ছিল ডিবি পুলিশের একটি চৌকস দল।ডিউটি চলাকালীন পুলিশের কাছে খবর আসে চালতেতলা মোড়ের স্টার রাইচ মিলের সামনে জামাত-শিবিরের নেতাকর্মী রা সাতক্ষীরা জেলার যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা আবদুল খালেকের মামলার রায় আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা হতে ঘোষণা কে কেন্দ্র করে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকার বিরোধী নাশকতা ও অন্তঘাত মুলক কার্য করার জন্য অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সাাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক ডিবির ওসি বাবুল আক্তারের নেতৃত্বে এসআই শিমুল হালদার, এসআই ইন্দ্রজিৎ, এএসআই মাজেদ,এএসআই ইমামুল মোল্যা ও সঙ্গীয় ফোর্স বৃহম্পতিবার রাতে চালতলা এলাকায় স্টার রাইচ মিলের পাসে অভিযান চালিয়ে আসাদুর রহমান ও রফিকুল ইসলাম আটক করতে সক্ষম হয়।এসময় কিছু কর্মী দৌড়ে পালিয়ে যায়।

সাাতক্ষীরা জেলা ডিবির অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, আটককৃতদের কাছ থেকে ৫টি বাঁশের লাঠি,৩টি লোহার তৈরি রড, প্লাস্টিকের ব্যাগ থেকে ৩০টি ছোট বড় ইটের টুকরো উদ্ধার করা হয়। তিনি জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তিরা সরকার পতনের লক্ষে নাশকতা করার পরিকল্পন করছে বলে স্বীকার করেছে।আটককৃত ব্যক্তিদয় তাদের সহযোগী যারা দৌড়ে পালিয়েছিলো তাদের নাম পুলিশের কাছে বলেছে।ডিবির ওসি জানান,পলাতক ব্যক্তি সহ আরো ২০-২৫ অজ্ঞাতনামা আসামীদের নাম-ঠিকানা ও পরিচয় যাচাইবাছাই চলছে।পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে। তিনি আরো জানান,আটককৃত আসামীদ্বয় সহ পলাতক আসামীদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) /২৫ D ধারায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের পূর্বক আসামীদ্বয় কে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।https://samajeralo.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b6%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/

Please follow and like us:

Check Also

সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

 ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা:সাতক্ষীরার সুন্দরবন ঘেষা শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল রেছেন। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।