খারকিভে ২৪ শিশুসহ ৫০৩ বেসামরিক নাগরিক নিহত : ইউক্রেন


ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে কমপক্ষে ৫০৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তাদের আগ্রাসন শুরুর পর সেখানে এসব নাগরিক প্রাণ হারান। বৃহস্পতিবার স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

ওলেগ সিনাগুবভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, নিহতদের মধ্যে ২৪ শিশু রয়েছেন।

তিনি লিখেন, ‘তারা সকলেই হচ্ছেন নিরীহ বেসামরিক জনগোষ্ঠী। আমরা কখনোই তাদেরকে ভুলতে পারবো না।’

সিনাগুবভ বলেন, রাশিয়ার বাহিনী খারকিভে ৩৪ রকেট ও কামান হামলা চালায়। এতে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভ রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরু হওয়ার আগে এ নগরীর জনসংখ্যা ছিল ১৫ লাখ।

রাশিয়ার সামরিক বাহিনীর কাছে এ নগরী একটি গুরুত্বপূর্ণ টার্গেট। তারা সেখানে ব্যাপক হামলা চালালেও নগরীটির দখল নিতে ব্যর্থ হয়েছে।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা, ৫জন আহত

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।