“লাইলাতুল ক্বদর”

“লাইলাতুল ক্বদর”
লাইলাতুল ক্বদর অর্থ মহিমান্বিত রাত, মহাসম্মানিত রাত। রাসুল (সাঃ) বলেছেন, রামাদানের শেষ দশকে লাইলাতুল-কদর অন্বেষণ কর। (বুখারী- ২০২১)
অন্য বর্ণনায় হুজুর (সঃ) বলেছেন, রমযান মাসের শেষ দশকের বিজোড় রাত গুলিতে শবেক্বদর অনুসন্ধান কর। (বুখারী ২০১৭)

এ রাত্রে কুরআন নাযিল হয়েছে তাই লাইলাতুল ক্বদর এতো মহিমান্বিত।
আল্লাহ তায়ালা বলেনঃ
إِنَّآ أَنزَلْنٰهُ فِى لَيْلَةِ الْقَدْرِ
আল্লাহ তায়ালা বলেনঃ
فِيْهَا يُفْرَقُ كُلُّ امْرٍحَىِىيْمٍ
এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। (সুরা দুখান- ৪)
এই রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি।
আল্লাহ তায়ালা বলেনঃ
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

বরকতময় এ রাত সম্পর্কে আল্লাহ তায়ালা বলেনঃ
إِنَّآ أَنزَلْنٰهُ فِى لَيْلَةٍ مُّبٰرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
আমি ইহা অবতীর্ণ করেছি এক মুবারাক রাতে, আমিতো সতর্ককারী। (সরা দুখান- ৩)

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।