অভয়নগরে জমিজমা দখল সংক্রান্ত সংঘর্ষে আহত সংখ্যালঘু পরিবারের ৭ জন

উপজেলা প্রতিনিধি (অভয়নগর) যশোর :

যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের জয়খোলা গ্রামে লাগানো ধান কাটতে গিয়ে দুই পক্ষ সংঘর্ষ বাঁধে। ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার আনুমানিক সকাল ১০টার দিকে সংঘর্ষ সংঘঠিত হয়। ক্রয়কৃত জমিতে বোরো মৌসুমে ধান রোপণ করে জয়খোলা গ্রামের জগন্নাথ মল্লিক(৪৫), বলরাম মল্লিক(৪২), কৃষ্ণ মল্লিক(৪০), ধনি মল্লিক(৩০) কিন্তু ওই জমির মালিক দাবি করা সবুজ মোল্যা,(৩০), আযম মোল্যা উভয়ের পিতা নিজাম মোল্যা,আহম্মদ আলী(৫০) পিতা মৃত সাহেব আলী, আনারুল(১৮) পিতা বিল্লাল মোল্যা, তাসলিমা বেগম (৪৮) স্বামী নিজাম মোল্যা, আফসার মোল্লা (৬০) পিতা মৃত ছবেদ মোল্লা সকলেরই গ্রাম সিংগাড়ী এবং আরিয়ান হোসেন(৬০) পিতা মৃত আশরাফ শেখ এর গ্রাম খানজাহানপুর, ফুলতলা, খুলনা সহ অজ্ঞাতনামা আরো অনেকে
ধান পাকার পর কাঁটার সময় বাঁধা প্রদান করে এবং তা নিয়ে শুরু হয় সংঘর্ষ। সেখানে জগন্নাথ মল্লিকসহ তার পরিবারের ৭ জন আহত হয়। আহত সকলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা গ্রহণ করে। বলরাম, ধনি মল্লিক প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফিরে আসে কিন্তু গুরুতর আহত কৃষ্ণ মল্লিক ও জগন্নাথ মল্লিক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। বিপক্ষের লাঠির আঘাতে বলরাম মল্লিকের হাতের হাড় ভেঙে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানায়, তারা ধান কাটছিলো, হটাৎ লাঠিসোটা নিয়ে তাদের বাড়িধুড়ি শুরু করে। ভয়ে কেউ প্রথমত সামনে যাওয়ার সাহস পাইনি। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী পরিবারের অসুস্থদের চিকিৎসার পর মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।