২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা ঘোষণা দিলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তুরস্কে আগাম নির্বাচনের যে গুজব শোনা যাচ্ছিল সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এরদোগান।

এদিকে বৃহস্পতিবার নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রথমবারের মতো নতুন করে ফের প্রেসিডেন্ট হওয়ার কথা জানালেন এরদোগান।
এ ব্যাপারে এরদোগান পশ্চিম দিকের শহর ইজমিরে একটি দলীয় র‌্যালিতে বলেন, আমি এখানে বলতে চাই। তাইয়্যেপ এরদোগান হলেন পিপলস অ্যালায়েন্সের প্রার্থী। তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি পার্টি অবশ্য এখনো কোনো প্রার্থীকে মননোয়ন দেয়নি। দলটির প্রধান নেতা কামাল কালিকদারোগলোকে উদ্দেশে করে এরদোগান বলেন, আপনার প্রার্থীর নাম ঘোষণা করুন অথবা আপনার প্রার্থীতা ঘোষণা করুন। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী বছর ২৪ জুন ঠিক সময়েই নতুন নির্বাচন হবে। সাম্প্রতিক সময়ে তুরস্কের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, আগাম নির্বাচনের ঘোষণা আসবে। তবে সেসব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এরদোগান।

উল্লেখ্য, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টিকে (এমএইচপি) নিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ২০১৮ সালে পিপলস অ্যালায়েন্স নামে নির্বাচনী জোট গঠন করে। সূত্র : ডেইলি সাবাহ

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।