সাতক্ষীরা উপকূলে সুপেয় পানি নিশ্চিতের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা উপকূলে সুপেয় পানি নিশ্চিতের দাবীতে মানববন্ধন
হুসাইন বিন আফতাব, বিশেষ প্রতিনিধি:
“বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার” এই প্রতিপাদ্যে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের সকল মানুষের নিরাপদ সুপেয় খারাপ পানির অধিকার নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৩ আগষ্ট) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা নাগরিক কমিটির আয়োজনে বেসরকারি এনজিও লির্ডাস ও স্বদেশ এর সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ,
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সাধারন সম্পাদক মো. আব্দুর সামাদ,জেলা প্রতিবন্ধী পর্নবাসন কল্যান সমিতির নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, শ্যামনগর উপজেলা যুব ফোরামের সভাপতি মো. মোমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সদস্য গোবিন্দ মুন্ডা, সুন্দরবন ফাউন্ডেশনের আফজাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ উন্নয়ন হচ্ছে তবে উপকূলের মানুষের জীবনমান উন্নয়ন হয়নি! সাতক্ষীরা উপকূল অঞ্চলের মানুষ সুপেয় খারাপ পানির জন্য এখনও হাহাকার করছে। নদী ভাঙ্গান সহ বিভিন্ন সময়ে বিভি সুপেয় পানির সংকটের কারনে নানা রোগে আক্রান্ত হয় নারী শিশুরা। লোনা পানির কারনে উপকূলের নারীরা মাতৃত্ব হারাচ্ছে। পিরিয়ড কালীন সময়ের এ অঞ্চলের নারীদের লোনা পানির কারনে ঝুঁকিতে থাকতে হয়।
এ সময় অবিলম্বে সকল মানুষের নিরাপদ সুপেয় পানি নিশ্চিতের দাবী জানান।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।