চার দিনের ছুটির কবলে ভোমরা ও বেনাপোল স্থল বন্দর

সাতক্ষীরা সংবাদদাতা: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম রোববার (২ অক্টোবর) থেকে বুধবার (৫ অক্টোবর) পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকবে। ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ী সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান জানান, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা ও ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সিদ্ধান্তে চারদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। ভোমরা কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার মইনুল ইসলাম বলেন, বন্দরে সরকারি ছুটি আগামী ৫ অক্টোবর। এর বাইরে কোনো ছুটি নেই। এ সময় অফিস খোলা থাকবে। আমদানি- রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের জন্য কেউ এলে সে কাজ করা হবে। তবে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম বন্ধ রাখলে সেখানে আমাদের কোন করণীয় নেই।
এদিকে ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটির ফাঁদে পড়ছে বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ৬ অক্টোবর সকাল থেকে আবারো এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।

Please follow and like us:

Check Also

ধুলিহরে মোটরসাইকেলের ধাক্কায় ১ শিশু নিহত  

জাহিদুল বাসার (জাহিদ) ব্রহ্মরাজপুর রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় ২২ এপ্রিল সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।