সাতক্ষীরা বিতর্ক প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ: কৌশলে মাদ্রাসাকে হারানোর অভিযোগ

স্টাফ রিপোটার:  সাতক্ষীরায় দুই মাসব্যাপি অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা-২০২২ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ৬২টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আজ সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনের খুলনা অঞ্চলের পরিচালক মো. মুন্জুর মোর্শেদ। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবিলিক লাইব্রেরী ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে গত ৬আগষ্ট ২০২২ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে উক্ত প্রতিযোগিতা শুরু হয়।

সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, দুর্নীতি দমন কমিশন সজেকা, খুলনার উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, শিক্ষাবীদ প্রফেসর আবদুল হামিদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে ‘বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতাই দুর্নীতি দমনে অন্তরায়’ বিষয়বস্তুর পক্ষে বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করে সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় ও শহরতলীর আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।  এর আগে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার ছাত্রীদের সাথে তুমুল লড়াই হয়। অভিযোগ উঠে বিতর্কে ভাল করলেও তাদেরকে এ পর্বথেকে বাদ দেওয়া হয়।

শ্রেষ্ঠ বক্তা হিসেবে মনোনীত হয় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা মো. মাহমুদ হাসান। তাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট প্রদান করা হয়।

Please follow and like us:

Check Also

ধুলিহরে মোটরসাইকেলের ধাক্কায় ১ শিশু নিহত  

জাহিদুল বাসার (জাহিদ) ব্রহ্মরাজপুর রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় ২২ এপ্রিল সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।