কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম এর বিদায়ী সংবর্ধনা প্রদান

কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম এর বিদায়ী সংবর্ধনা প্রদান

মোঃ হারুন উর রশিদ, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম এর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে ৮ জানুয়ারি ২০২৩ রবিবার বেলা ১২টায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (D.D) সাতক্ষীরা দীপক কুমার সাহা, বিশেষ অতিথি (A.D.C.C) সাতক্ষীরা দীন মোহাম্মদ,(A.D.F.P) সাতক্ষীরা, গাজী বশির আহম্মেদ, বিশেষ অতিথি বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি (F.P.I) সাবেক মৌতলা শংকর কুমার সিংহ, অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী অতিথির উদ্দেশ্যে বক্তব্য রাখেন Fwa মথুরেশপুর ইউনিয়ন শামসুন্নাহার, Fpi দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন মিজানুর রহমান,Fwv চম্পাফুল (mewc) আনোয়ারা খাতুন,Saemo রতনপুর Fwc মনিরুল ইসলাম, Tfpa কালিগঞ্জ রফিকুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতিতো করেন (Momchfp) ডাঃ প্রবীণ কুমার মুখার্জি, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মথুরেশপুর ইউনিয়ন এর (F.P.I) 8শাহ আলম, পরবর্তীতে ক্রেস প্রদানের মাধ্যমে বিদায় অতিথিকে সম্মাননা জানানো হয়। আব্দুস সেলিম বর্তমান সাতক্ষীরা জেলায় যোগদান করেছেন।

Please follow and like us:

Check Also

কালিগঞ্জের নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ৩১জনের নামে মামলা

২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ির গেট বোমা মেরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।