সরকার জনগণের ঘাড়ে বিজাতীয় আদর্শ চাপানোর ষড়যন্ত্রে লিপ্ত : দেলাওয়ার

সরকার জনগণের ঘাড়ে বিজাতীয় আদর্শ চাপানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলাওয়ার হোসাইন।

শনিবার ঢাকায় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামবিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি বাবু বাজার ব্রিজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির শাহিনুর ইসলাম, সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন, শিবিরের জেলা সভাপতি মাঈনুল ইসলামসহ জেলা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, সরকার জাতির ঘাড়ে নাস্তিক্যবাদী ও বিজাতীয় আদর্শ চাপিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই জাতীয় পাঠসূচিতে বিবর্তনবাদ, হিন্দুত্ববাদ ও ইসলাম বিরোধী অধ্যায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

তিনি বলেন, জনগণ সরকারের এ ষড়যন্ত্র কখনোই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। তিনি অবিলম্বে জাতীয় পাঠ্যসূচি থেকে ইসলামী বিরোধী অধ্যায় প্রত্যাহার করে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ঈমান-আকিদার প্রতি শ্রদ্ধা রেখে নতুন পাঠ্যসূচি প্রণয়নের আহ্বান জানান। অন্যথায় সরকারকে তৌহিদী জনতার তোপের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন।

ঢাকা জেলা দক্ষিণ আমির বলেন, বর্তমান সরকার গত ১৪ বছরের শাসনামলে ১১ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। ফলে অস্বাভাবিকভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মূলত, দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির জনজীবন এখন রীতিমত দুর্বিষহ হয়ে উঠেছে। তারা পাতানো নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় এসে গণতন্ত্র হত্যার আত্মঘাতি খেলায় মেনে উঠেছে।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলন, সচেতন জনতা তাদের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না। তিনি সরকারকে সময়ক্ষেপণ না করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

Please follow and like us:

Check Also

অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য

ইউক্রেন-রাশিয়া রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরাইলি আগ্রাসন। এরপর থেকে অশান্ত হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।