সুন্দরবনে পথ ভুলে যাওা ১০ জন পর্যটককে উদ্ধার করল উপজেলা প্রশাসন

বিশেষ প্রতিনিধি :শ্যামনগর উপজেলার সুন্দরবনে আটকে পড়া ১০ জন পর্যটককে উদ্ধার করলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোঃ আক্তার হোসেন।

গত শুক্রবার যশোর জেলা থেকে আগত ১০ জন পর্যটক ট্রলার যোগে শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে হারিয়ে যায়। পরে ঘুরতে ঘুরতে ট্রলারের তেল ফুরিয়ে যায়।

ঐ বোটে থাকা পর্যটকেরা পরে আতঙ্কিত হয়ে সফরকারী অন্য বোটে অবস্থানকারী পর্যটকদের জানালে তারা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের কাছে সাহায্য কামনা করেন। পরবর্তীতে শ্যামনগর ইউএনও তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বনবিভাগের ২ টি টিম, সাংবাদিক আব্দুর রহমান বাবু ও আব্দুল হালিম সহ ট্যুরিস্ট পুলিশের ২ টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বারের ১ টি টিম, বোট মালিকের অন্য ১টি টিম সহ মোট ৬টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভিতরে পাঠান।

প্রায় ৫ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০ টার সময় উদ্ধার করা হয়। আগত পর্যটকেরা উপজেলা প্রশাসন এ উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্ধারের কাজে জড়িত সাংবাদিক, ট্যুরিস্ট পুলিশ, বনবিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রকাশ করেন।

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।