২১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ২০২৩

আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে রমজান মাস শুরু হবে। সে অনুযায়ী ২১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার পবিত্র ঈদ হবে শুক্রবার। এমনটি জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদরা।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২২ মার্চ কিছু আরব দেশে চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ২৩ মার্চ থেকে আরব বিশ্বের কিছু দেশে পবিত্র রোজা শুরু হবে। এবার ২৯টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ বিভাগ জানিয়েছে, ২৩ মার্চ থেকে রোজা শুরু হলে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে রোজা শুরু হবে ২৪ মার্চ থেকে।

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে। দেশটিতে রমজান জুড়ে অনেক প্রতিষ্ঠান ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে যাচ্ছে।

পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশটির সরকার বাজারব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করছে।

Check Also

অভাবের তাড়নায় সাতক্ষীরায় জুসের সঙ্গে বিষ খাইয়ে ছেলেকে হত্যা !

 সাতক্ষীরা প্রতিনিধি,ক্রাইমবাতারিপোটঃ  ১৮ মার্চ ২০২৩ অভাবের তাড়নায় ৫ম শ্রেণির ছাত্র রোহিত দত্তকে জুসের সঙ্গে বিষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২১*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।