সাংবাদিক রাজু আহমদের শ^শুরের মৃত্যুতে দেবহাটা প্রেসক্লাবের শোক

দেবহাটা সংবাদদাতা: দৈনিক পত্রদূতের সাংবাদিক, কলামিস্ট ও দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমদের শ^শুর আবদুল মজিদ খান (৮৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সোমবার ভোররাতে বার্ধক্যজনিত অসুস্থতায় মাঝ পারুলিয়াস্থ খান বাড়ি তার নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
দুপুর দেড়টায় মাঝ পারুলিয়া সরদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, চার কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সাংবাদিক রাজু আহমেদের শ^শুরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেবহাটা প্রেসক্লাব। সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জ্ঞাপন করা হয়েছে।

Check Also

অভাবের তাড়নায় সাতক্ষীরায় জুসের সঙ্গে বিষ খাইয়ে ছেলেকে হত্যা !

 সাতক্ষীরা প্রতিনিধি,ক্রাইমবাতারিপোটঃ  ১৮ মার্চ ২০২৩ অভাবের তাড়নায় ৫ম শ্রেণির ছাত্র রোহিত দত্তকে জুসের সঙ্গে বিষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২১*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।