সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বেলা সাড়ে তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একতরফা ভোটগ্রহণের প্রতিবাদে বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। সংবাদ সম্মেলন শেষে তারা ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ বেধড়ক মারধর শুরু করলে আইনজীবীরাও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। চলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। ভোটকেন্দ্রের বিভিন্ন বুথ ভাঙচুর করা হয়। স্থগিত হয়ে যায় ভোটগ্রহণ।
এদিকে সংঘর্ষের পর পুলিশের সঙ্গে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পাল্টা বিক্ষোভ করে বিএনপিপন্থি আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এরআগে দুপুরে বিএনপিপন্থি আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা ও মারধর করে বের করে দেয় পুলিশ।

এরপর দুপুর পৌনে ১টার দিকে আওয়ামী লীগপন্থী আইজীবীদের গঠন করা নির্বাচন কমিশনের অধীনে ভোটগ্রহণ শুরু হয়।

Please follow and like us:

Check Also

‘জলবায়ুু পরিবর্তন’ —– ঝুঁকিতে উপকূলের ৪০ শতাংশ কৃষিজমি

বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দুই লাখ ৪০ হাজার কৃষকের আবু সাইদ বিশ্বাস,সাতক্ষীরাঃ ‘জলবায়ুু পরিবর্তনে সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।