পাটকেলঘাটায় অর্থের বিনিময়ে ভূমিহীন সাজিয়ে জমি দখল চেষ্টার প্রতিবাদে গ্রামবাসির মানববন্ধন

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার শাকদাহ এলাকার খুলনা সাতক্ষীরা মহা সড়কের পাশে গ্রামবাসির আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় প্রকৃত ভূমিহীনদের আড়াল করে অর্থের বিনিময়ে ভূমিহীন সাজিয়ে জমি দখলের চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মান বন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। সরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে এ মানবন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, সমাজ সেবক আব্দুর রব পলাশ, গ্রামবাসি জমির মালিক সিরাজ সরদার, মিজানুর রহমান, আনিছুর রহমান, ,আব্দুর রহমান,সুমন মোড়ল, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান সহ আরো অনেকে। মানবন্ধনে বক্তারা আরও বলেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই ও ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে অর্থের বিনিময়ে ইউনিয়ন পরিষদের অনেক মেম্বর ও তাদের পরিবার সহ ৫৮ জন কে ভূমিহীন সাজিয়ে জমি দখলের চেষ্টা করেন। অনতিবিলম্বে এ তালিকা বাতিল করে প্রকৃত ভূমিহীন এবং জমিদাতাদের মাঝে বন্দব্যস্ত দেওয়ার আহবান জানান।

Check Also

জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরায় জেলা বিএনপির  খাদ্য বিতরণ

শহীদ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অসহায় মানুষের মাঝে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২১*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।