সাতক্ষীরা পৌরসভার টিএলসি কমিটির ২০২৩-২০২৪ অর্থবছরের বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত 

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার টাউন লেভেল কমিটি (টিএলসি) এর ২০২৩-২০২৪ অর্থবছরের বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও ব্র্যাক ইউডিপি এবং  ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এর সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাঠ সমন্বয়কারী ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূরজাহান বেগম নুরী, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, টিএলসি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফারুক, শেখ নুরুল হক, ড. দিলারা বেগম প্রমুখ। বাজেট সভায় খসড়া বাজেট পেশ করেন সাতক্ষীরা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার। খসড়া বাজেটে ৭১০,৯১৪,৬৯৫.৯৫ টাকার বাজেট প্রস্তাব করা হয়। সভায় মূল উপস্থাপনা উপস্থাপন করেন ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এর প্রতিনিধি সাইফা রাজ। উন্মুক্ত আলোচনায় বক্তারা সাতক্ষীরা পৌরসভার শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংস্কার, প্রান সায়ের খালের সৌন্দর্য্য বর্ধন, অডিটোরিয়াম নির্মানসহ বর্জ্য ব্যবস্থাপনা, মার্কেটের ভিতরে নারী বান্ধব টয়লেট স্থাপনসহ বিভিন্ন উন্নয়নে বাজেট বরাদ্দ ও স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্য ও সেনিটেশন ব্যবস্থার উন্নয়নে বাজেট বরাদ্দ রাখার জন্য সুপারিশ করেন। এসময় পৌরসভার কাউন্সিলরগন ব্র্যাক এর কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন এবং সব রকম সহযোগীতার আশ্বাস দেন। বিভিন্ন সিডিও থেকে আগত নেতৃগন তাদের এলাকার চিহ্নিত সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার এবং বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখার আবেদন করেন।
উল্লেখ্য, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাতক্ষীরা শহরের সামাজিক ও অবকাঠামো উন্নয়নমূলক কর্মকান্ডে সাতক্ষীরা পৌরসভাকে সকল প্রকার সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে। ব্র্যাক ২০১৭ সাল হতে শহরের দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ব্যবসায়িক সহায়তা, শিক্ষা সহায়তা, সোলার প্যানেল সরবরাহ, কম খরচে ঘর নির্মাণ, ড্রেণ ও গলি রাস্তা নির্মাণ, টিউবওয়েল সংস্কার, পাবলিক টয়লেট স্থাপনসহ সাতক্ষীরা পৌরসভার বর্জ্য অপসারন ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ট্রাক সরবরাহ করেছে।

Check Also

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।