ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি   মুকুল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী ৩৫নং ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাথার সভাপতি ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এই বিষয়ে জানতে চাইলে নব-নির্বাচিত সভাপতি মো. মমিনুর রহমান মুকুল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক। প্রথমত একটি শিক্ষ প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদের সম্মতিতে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এজন্য আমি অভিভূত ও কৃতজ্ঞ। এই প্রতিষ্ঠানে আমি সভাপতি হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার স্বেচ্চাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম করে আসছি দীর্ঘদিন। তিনি আরো বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানউন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব। ঐতিহ্যবাহী ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা সদর আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিসহ সংশ্লিষ্টদেরকে এবং কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ ও ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, আমি উক্ত প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবর্দা চেষ্টা করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।