যশোরের শার্শায় ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলাধীন দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে শার্শার সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে উক্ত স্বর্ণের বার গুলো জব্দ করা হয়।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তের চারা বটতলা নামক স্থানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন পাচারকারীকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমস ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

Check Also

ইইউকে সিইসির চিঠি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা পাচ্ছি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার থেকে নির্বাচন কমিশন সব ধরনের সহযোগিতা পাচ্ছে জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।