তালায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন

তালা প্রতিনিধি :  সাতক্ষীরার তালায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি ভবনে এর উদ্বোধন কর হয়। এরপর র‌্যালিটি উপশহর ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগানে এসব আয়োজনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Check Also

ইইউকে সিইসির চিঠি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা পাচ্ছি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার থেকে নির্বাচন কমিশন সব ধরনের সহযোগিতা পাচ্ছে জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।