মোমিন: সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগরদাড়ী ইউনিয়নের ইন্দিড়া গ্রামের নিমাই চন্দ্র এর পানের ব্রজ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার। আজ জনৈক মহিলা গবাদিপশুর জন্য ঘাশ কাটতে গেলে মৃত দেহটি দেখতে পায়। হঠাৎ মৃত দেহ দেখে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এলাকার সাধারণ মানুষের ভাষ্য মতে চোর ঠেকাতে পানের বরজ মালিক নিমাই চন্দ্রের দেওয়া বিদ্যুৎ সংযোগ থেকে এ ব্যক্তির মৃত্যু হয়েছে। সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এলাকাবাসী পুলিশের উপস্থিতির অপেক্ষায় আছে।
Check Also
ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক
আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বাংলাদেশ অভিমুখ নদীগুলোয় অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় ভারতের বিরুদ্ধে প্রতিরোধ …