গাজার উপ-শ্রমমন্ত্রী এহাব আল-ঘুসেইন গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। এতে আরও তিনজনসহ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।
আল-জাজিরার ফ্যাক্ট-চেকিং নিউজ এজেন্সি সানাদের যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুলটির নিচতলায় বোমা হামলার পর কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষ স্কুল ছেড়ে পালিয়ে যাচ্ছে।
নিহত ও আহতদের শহরের আল-আহলি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৩৮ হাজার ১৫৩ জন নিহত ও ৮৭ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।