আজহারুল ইসলাম পাটকেলঘাটা থেকেঃ
পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের এক টেইলর্স (দর্জি) মালিকের নতুন ইয়ামাহা এফ জেট মোটরসাইকেল চুরি হয়ে গেছে। শনিবার গভীর রাতে পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের মকবুল টেইলার্সের মালিক মোঃ মকবুল আহমেদের বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। গত দুই দিনে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলো। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মোটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে। চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলের মালিক মোঃ মকবুল আহমেদ জানান প্রতিদিনের ন্যায় পাটকেলঘাটা বাজার থেকে রাত ১১টার দিকে বাড়ি গিয়ে মোটরসাইকেলটি ঘরের ভেতর উঠিয়ে ঘরে তালা মের রাখি। সকালে গিয়ে দেখি ঘরের তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
এর আগে শুক্রবার গভীর রাতে পাটকেলঘাটার চৌগাছা গ্রাম থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। মোটরসাইকেলের মালিক চৌগাছা গ্রামের আবদুল গফ্ফারের ছেলে আবদুল আলীম জানান, মোটরসাইকেলটি রাতে পাশের ঘরে তালা মেরে রেখে ঘুমাতে যায়। সকালে মোটরসাইকেল বের করতে গিয়ে দেখি ঘরের দরজার সিটকানি কেটে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
Check Also
শ্যামনগরে মা*দক সে*বনে বাঁধা পেয়ে মা ছেলেকে কু*পি*য়ে জ*খ*ম
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনে বাধা পেয়ে স্কুল ছাত্র মুনতাসির মামুন(১৪)সহ তার মা স্বপ্না পারভীন(৩২)কে …