জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শাহ জাহান আলী মিটন  : “ভরবো মাছে  মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৩০ জুলাই)  বেলা ১১ টায় জেলা মৎস্য কর্মকর্তার  সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৎস্য অফিস সাতক্ষীরার  সিনিয়র সহকারী পরিচালক মো. হাদিউজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  মো. শফিকুল ইসলাম, এল্লারচর চিংড়ী চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নুরে আলম, সখিপুর দেবহাটার মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মো. আওছাফুর রহমান, ফিল্ড এ্যাসিট্যান্ট আরিফ বিল্লাহ,জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান,মেরিন ফিশারিজ প্রকল্পের এম এফ ও রবিউল ইসলাম । এছাড়া এসময়  জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য ব্যবসায়ী ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন। সভায়  জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, যারা মৎস্য বিষয়ে অভিজ্ঞ তাদের নিয়ে কর্মপরিকল্পনা  করতে হবে। কিভাবে মৎস্য বিভাগকে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করার সময় এসেছে।  সাতক্ষীরায় লোনা পানি আর্শিবাদ হিসেবে কাজে লাগাতে হবে।আর যদি কাজে না লাগানো যায় তাহলে লোনা পানি হবে অভিশাপ । তিনি আরো বলেন, নিরাপদ মৎস্য খাদ্য ও নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইন বাস্তবায়ন করতে হবে। গলদা পিএল সংকট নিরসন করা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা, অপরিকল্পিত ঘের ব্যবস্থাপনা পরিহার করতে হবে। চাষিদের সমস্যা সমাধানে মৎস্য বিভাগের জনবল সংকট নিরসন করতে হবে। তবেই দেশে স্মার্ট মাছ চাষ গড়ে উঠতে ভূমিকা রাখবে।
Please follow and like us:

Check Also

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।