আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে বিজিবির সহায়তা

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরা জেলায় নিহত ও আহতদের মধ্যে ৩টি পরিবারকে বিজিবির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক ওই নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

বিজিবি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত হন সাতক্ষীরার দেবহাটার আস্কারপুর গ্রামের মাহমুদ আলমের ছেলে আসিফ হাসান। এছাড়া সাতক্ষীরায় আন্দোলনকালীন আহত হন আশাশনির প্রতাপনগর গ্রামের আমজাদ আলী সরদারের ছেলে মোঃ আমান উল্লাহ ও সদর উপজেলার পাঁচরখি গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে জিল্লুর রহমান। নিহত ও আহত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করে বিজিবি।

এ সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অধিনায়ক, সাতক্ষীলা ৩৩ বিজিবি ব্যাটালিয়নকে ধন্যবাদ জানান একই সংগে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

সহায়তা প্রদানকালে সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, স্থানীয় রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Check Also

শ্যামনগরে বিএনপির নতুন কমিটি নিয়ে উত্তেজনা, পদবঞ্চিতদের মিছিল থেকে হামলার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।