তালায় যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি :জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের গুরুত্ব নিয়ে রবিবার (২৫ আগষ্ট) সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ সাইদুর রহমান, টেকনিক্যাল অফিসার শেখ সেলিম আকতার স্বপন, প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার সানা, গণগ্রন্থাগারের সম্পাদক ও তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, উত্তরণের এশিয়া লাইভিলহুড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম,  উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান,  উত্তরণের ইমরুল কবীর, মোঃ আল আমিন, গণগ্রন্থাগারের এসএম আফজাল হোসেনসহ যুব নেতৃবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ এবং উত্তরণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় যুব পানি কমিটির সদস্যরা তাদের অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা প্রদান করেন। তারা কীভাবে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা তৈরি করতে একসাথে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা হয়।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রধান শিক্ষকের  পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের  বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার  পাটকেলঘাটা আদর্শ  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের পদত্যাগের দাবীতে মানববন্ধনন করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।