আশাশুনিতে সেনাবাহিনীর সাথে আইন শৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। আশাশুনিতে সেনাবাহিনীর সাথে আইন শৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মারুফ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তজা, ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক,রুহুল কুদ্দুছ,মাহবুবুল হক ডাবলু,এস এম হোসেনুজ্জামান, ওমর ছাকি পলাশ, দীপঙ্কর বাছার দ্বীপ, শেখ মিয়ারাজ আলী, দীপঙ্কর কুমার দ্বীপ,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী এড.শহিদুল ইসলাম, দরগাহপুর জামায়াতের আমীর প্রভাষক আঃ গনি, বড়দল বিএনপি আহবায়ক আজহারুল ইসলাম মন্টু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, জামায়াত নেতা আলহাজ্ব দেছের আলী, মাওলানা শহিদুল ইসলাম, প্রভাষক আল-আমিন, হারুন অর রশিদ, ইসহাক আলী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা লুৎফর রহমান,আব্দুল ওয়াজে, যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান, শ্রমিক নেতা মাসুম বিল্লাহ খান, মেম্বার তারিকুল আওয়াল সেজে, শরীয়াতুল্লাহ, আব্দুর রকিব ১১ ইউনিয়নের গ্রাম পুলিশ,প্রমুখ।

Check Also

সুন্দরবনে অপহরণের শিকার ১৫ জেলের মধ্যে ১০ জেলের ২৮ লাখ টাকায় মুক্তি

সুন্দরবন–সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অপহরণের শিকার সাতক্ষীরার ১৫ জেলের মধ্যে ১০ জনকে মুক্তিপণের ২৮ লাখ টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।